গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগাধীন সমবায় অধিদপ্তরের উপজেলা পর্যায়ের একটি অফিস। এ অফিসের অধীনে সারিয়াকান্দি উপজেলায় নিবন্ধিত মোট সমবায় সমিতির সংখ্যা ১১১ টি। নিবন্ধিত এসব সমবায় সমিতিতে প্রায় ২৭৩০৪ জন সদস্য রয়েছে। ২০২২-২০২৩ অর্থ বছরের পরিসংখ্যান অনুযায়ী নিবন্ধিত এসব সমবায় সমিতির শেয়ার মূলধন ১৩০.৭০ লক্ষ টাকা, সঞ্চয় ৩৫৪.৯২ লক্ষ টাকা ও কার্যকরী মূলধনের পরিমাণ ৪৯৫.৭৮ লক্ষ টাকা। সমবায়ের মাধ্যমে এ জেলায় ১০১ জনের কর্মসংস্থান হয়েছে। নিবন্ধিত এসব সমবায় সমিতি থেকে ২০২১-২০২২ অর্থ বছরে অডিট ফি বাবদ ৮৬২২০ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। পাশাপাশি সমবায়ীদের প্রশিক্ষণ কর্মসূচিতে অর্থায়নের লক্ষ্যে সমবায় উন্নয়ন তহবিলে ৫৩৪০৪ টাকা আদায় করা হয়েছে। বিগত অর্থ বছরে এ উপজেলা হতে ১২৫ জন সবমায়ীকে ভ্রাম্যমাণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ গ্রহণ করে সমবায়ীরা আয়বর্ধনমূলক কাজে সম্পৃক্ত হয়েছে এবং সফলতা বৃদ্ধি পাচ্ছে।
এক নজরে উপজেলা সমবায় কার্যালয়, সারিয়াকান্দি, বগুড়া।
১) জনবল সংক্রান্তঃ-
ক্র নং |
পদবী |
সংখ্যা |
কর্মরত |
প্রোফাইল দেখতে নামের উপর ক্লিক করুণ |
মন্তব্য |
১ |
উপজেলা সমবায় কর্মকর্তা |
০১ |
০১ |
|
|
২ |
সহকারী পরিদর্শক |
০২ |
০২ |
|
|
৩ |
অফিস সহকারী-কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক |
০১ |
|
|
|
৪ |
অফিস সহায়ক |
০১ |
০১ |
|
০২) ঠিকানাঃ- উপজেলা পরিষদ ভবন(উপর তলা), উপজেলা পরিষদ, সারিয়াকান্দি, বগুড়া।
০৩) যোগাযোগঃ- ইমেইল-uco_sariakandi@yahoo.co
ফোনঃ- ০২৫৮৮৮৭৭১৫৮
০৪) আমাদের কার্যক্রমঃ-সমবায় সমিতি নিবন্ধন, তদারকী, পরিদর্শন, বার্ষিক নিরীক্ষা, অভিযোগ নিষ্পত্তি, অবসায়ন, নিবন্ধন বাতিল ও অন্যান্য সরকারী দায়িত্বপালন।
০৫) সমবায় সমিতির সংখ্যাঃ-
ক্রঃ নং |
সমিতির শ্রেণী |
সংখ্যা |
সদস্য সংখ্যা |
সংক্ষিপ্ত বর্ণনা |
০১ |
কেন্দ্রীয় সমবায় সমিতি |
০২ |
২০৯ |
যা সদস্য হলো প্রাথমিক সমবায় সমিতি। |
০২ |
প্রাথমিক সমবায় সমিতি |
৫১ |
৫০০৮ |
যা সদস্য হলো ব্যাক্তি। সদস্য সংখ্যা নূন্যতম ২০জন। |
০৬) ঋণ কার্যক্রম চলমান আশ্রয়ণ প্রকল্পঃ- উপজেলার ০৫টি আশ্রয়ণ প্রকল্পে ঋণ কার্যক্রম চলমান আছে। উপজেলা আশ্রয়ণ প্রকল্পে ঋণ প্রদান ও আদায় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও সদস্য সচিব উপজেলা সমবায় অফিসার। উপজেলার ০৫টি আশ্রয়ণ প্রকল্পের নাম নিম্নরুপঃ-
ক) মাইজবিলা-০১ আশ্রয়ণ প্রকল্প
খ) মাইজবিলা-০২ আশ্রয়ণ প্রকল্প
গ) চরম্বা পাহাড়িকা আশ্রয়ণ প্রকল্প
ঘ) চাকফিরাণী-১ আশ্রয়ণ প্রকল্প
ঙ) চাকফিরাণী-২ আশ্রয়ণ প্রকল্প
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস